1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
বিয়ানীবাজার এসোসিয়েশন ইতালি নাপলীর কার্যকরী কমিটি ঘোষণা সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নানান অনিয়ম দুনীতির মামলাটি তদন্তের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন আদালত উত্তরপূর্ব পত্রিকার মেকআপম্যান অমিতের লাশ উদ্ধার করেছে পুলিশ ইয়ুথ অ্যাম্বাসেডরস গ্রুপ গোলাপগঞ্জ শাখার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সিলেটের গোলাপগঞ্জে ইউপি সদস্যের হামলায় আব্দুল মালিক নামের এক কৃষক আহত, জোরপুর্ক জমি দখলের পায়তারা কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে হবিগঞ্জ থেকে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ রাষ্ট্রপতি পদকে ভূষিত হওয়ায় সিলেট পুলিশ সুপারকে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবর্ধনা সুনামগঞ্জে ১১ সাংবাদিকের প্রশিক্ষন সনদ ফেরত দিলেন সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন- নতুন সভাপতি ইকু সভাপতি সিরাজুল পলাতক আসামী হাজির ও মালামাল ক্রোকের বিজ্ঞপ্তি

সিলেট বিভাগে আলিম পরীক্ষা শুরু হচ্ছে আজ

Reporter Name
  • আপডেট করা হয়েছে রবিবার, ২৭ আগস্ট, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ গত ১৭ আগস্ট থেকে আলিম পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের ২০২৩ সালের আলিম পরীক্ষা শুরু হচ্ছে আজ রবিবার (২৭ আগস্ট)। এবার ইংরেজি প্রথমপত্র দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে।

১৭ আগস্টের কুরআন মাজিদ পরীক্ষা আগামী ১ অক্টোবর সকাল অনুষ্ঠিত হবে। ২০ আগস্টের আরবি প্রথমপত্র (সাধারণ বিভাগ) ও আরবি সাহিত্য (বিজ্ঞান ও মুজাব্বিদ, মাহির বিভাগ) পরীক্ষা আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২২ আগস্টের বাংলা প্রথম পত্রের পরীক্ষা আগামী ৫ অক্টোবর এবং ২৪ আগস্টের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এ বছর সিলেট বিভাগের ৬ হাজার ৬৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছেলে ৩ হাজার ৫১২ জন এবং মেয়ে ৩ হাজার ১১৮ জন। সিলেট বিভাগের চার জেলার মোট ২৪টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাদরাসা শিক্ষাবোর্ডের বরাত দিয়ে সিলেট জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান-  তবে, আলিমের স্থগিত পরীক্ষার নতুন সূচি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষাবোর্ড।

মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ শাহ আলমগীর জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বোর্ডের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের সহযোগিতা চেয়ে ইতোমধ্যে পত্র প্রেরণ করা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে গঠিত একাধিক ভিজিল্যান্স টিম পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করবে বলেও জানান তিনি।

বোর্ড সূত্রে জানা গেছে, সিলেট জেলায় এবার আলিম পরীক্ষার্থী রয়েছে ৩ হাজার ২০ জন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৬২৩ এবং ছাত্রী ১ হাজার ৩৯৭ জন। কেন্দ্র রয়েছে সিলেট জেলায় দশটি। সেগুলো হলো- সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া ফাযিল মাদ্রাসা, ওসমানীনগরের হযরত শাহজালাল (রহ:) ফাজিল মাদ্রাসা, বিয়ানীবাজার কামিল মাদ্রাসা, কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসা, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা, গোলাপগঞ্জের ভাদেশ্বর মডেল ফাজিল মাদ্রাসা, দক্ষিণ সুরমার জালালিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা এবং বালাগঞ্জের ইসলামিয়া মোহাম্মদিয়া আলিম মাদ্রাসা। এছাড়া মৌলভীবাজার জেলায় ৪টি, হবিগঞ্জে ৫টি ও সুনামগঞ্জে ৫টি কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন