1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৩২ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
সিলেট পাবলিক প্রসিকিউটরদের পক্ষ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সিলেটের চাঞ্চল্যকর দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত হত্যায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান সুনামগঞ্জের অধ্যাপক ডা.উবায়দুল কবীর বিয়ানীবাজার এসোসিয়েশন ইতালি নাপলীর কার্যকরী কমিটি ঘোষণা সিলেট ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের নানান অনিয়ম দুনীতির মামলাটি তদন্তের জন্য দুদককে নির্দেশ দিয়েছেন আদালত উত্তরপূর্ব পত্রিকার মেকআপম্যান অমিতের লাশ উদ্ধার করেছে পুলিশ ইয়ুথ অ্যাম্বাসেডরস গ্রুপ গোলাপগঞ্জ শাখার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত সিলেটের গোলাপগঞ্জে ইউপি সদস্যের হামলায় আব্দুল মালিক নামের এক কৃষক আহত, জোরপুর্ক জমি দখলের পায়তারা কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে হবিগঞ্জ থেকে হত্যা মামলার আসামীকে গ্রেফতার করেছে পুলিশ রাষ্ট্রপতি পদকে ভূষিত হওয়ায় সিলেট পুলিশ সুপারকে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সংবর্ধনা

সিলেটে গত ২৪ ঘন্টায় আরও ১৪ জন ডেঙ্গু আক্রান্ত

Reporter Name
  • আপডেট করা হয়েছে বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : সিলেটে ক্রমশই বাড়ছে ডেঙ্গু প্রকোপ ও ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিনই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বিভাগে চলতি মওসুমে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৬ জনে।

এর মধ্যে শুধু আগস্ট মাসেই আক্রান্ত হয়েছেন ৪০০ জন। বুধবার (২৩ আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ আগস্ট) থেকে বুধবার (২৩ জুলাই) পর্যন্ত সিলেট বিভাগে নতুন করে আরও ১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জে ৬ জন ভর্তি রয়েছেন। তবে আশার দিক হচ্ছে সিলেটে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।

বিভাগে এডিস মশার কামড়ে আক্রান্ত ৭৪ জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়। যাদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন, সুনামগঞ্জে ভর্তি রয়েছেন ২ জন, হবিগঞ্জে ভর্তি রয়েছেন ৪৮ জন, মৌলভীবাজারে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ জন।

গত ২৪ ঘন্টায় ১৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। এ নিয়ে বিভাগে মোট ৭৭২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জানুয়ারীতে সিলেটে ৩ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়। পরবর্তীতে এপ্রিলে ১ জন, মে মাসে ১ জন শনাক্ত হন। অর্থাৎ মওসুমের ১ম ৫ মাসে জানুয়ারী- মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হন ৫ জন। এরপর জুনে ৫৯ জন ও জুলাই মাসে আক্রান্ত হন ৩৮২ জন। চলতি আগস্টের ২৩ দিনে (বুধবার পর্যন্ত) আক্রান্ত হয়েছেন ৪০০ জন। সিলেটে আগস্টে গড়ে প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন ১৮ জন। জুলাই মাসে প্রতিদিন গড়ে আক্রান্তের সংখ্যা ছিল ১৩ জন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন