নিসচা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু জানান, দেশের এই ক্রান্তিলগ্নে নিসচা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিসচার সকল শাখা সমূহ একযোগে কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় নিসচা সিলেট বিভাগের সকল নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছে। এই কাজ অব্যাহত থাকবে। এসময় তিনি নতুন বাংলাদেশ বির্নিমানে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু, কার্যকরী কমিটির সদস্য মো: নজরুল আহমদ, আবুল কাশেম, আবু জাবের, সুহেল চৌধুরী, আব্দুল হাসিব, রাশেদুজ্জামান রাশেদ, সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ, লোকমান আহমদ, রাজিব ঘোষ, সুহেল চৌধুরী, মাসুম আহমদ প্রমুখ