তাহিরপুর প্রতিনিধি
মাদার ফিশারিজ খ্যাত তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে অবৈধভাবে পরিবেশের ক্ষতিকর ছাই দিয়ে মাছ ধরার অপরাধে অভিযান চালিয়ে মাছ ধরার সরঞ্জাম (চাই) জব্দ পরবর্তীতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় আটককৃত একজনকে নগদ পাচ হাজার টাকা জড়িমানা করা হয়।
শুক্রবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ। খোঁজ নিয়ে জানাযায়, মাদার ফিশারিজ খ্যাত টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশ বিপন্ন করে অবৈধভাবে কারেন্টজাল ও মাছ ধরার সরঞ্জাম দিয়ে মাছ ধরা হয়, এতে মা মাছ ও পোনা মাছের অস্তিত্ব বিলীনকারী প্রায় লক্ষধিক টাকা মূল্যের কিরণমালা চাই জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদ উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন , টাঙ্গুয়ার হাওরের প্রকৃতি ও প্রাণ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।