জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি: নং চট্র—২১৫৯) এর অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা উপ— কমিটির আওতাধীন বৃহত্তর হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির দ্বি—বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
ভোটারদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে রবিবার ৭ই জুলাই সকাল ০৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত হরিপুর বাজারস্থ স্কুল মার্কেট মাঠ প্রাঙ্গনে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
ভোটারদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই বৃহত্তর হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির নির্বাচনে সভাপতি পদে ০৩ প্রার্থী, সহ—সভাপতি পদে ০২জন, সাংগঠনিক সম্পাদক পদে ০২জন, কোষাধ্যক্ষ পদে ০২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন, মোট ৪টি পদে ০৯জন প্রার্থী নির্বাচনে অংশ নেয় । সাধারণ সম্পাদক পদে মো: হিফজুর রহমান ও সদস্য পদে মো: কামাল আহমেদ বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন। মো: সায়েদ আহমেদ (চেয়ার মার্কা) ৮৭ ভোট পেয়ে সভাপতি , মো: সাইফুল আলম (ট্রাক গাড়ি মার্কা) ৯৯ ভোট পেয়ে সহ—সভাপতি, মো: আব্দুর রহমান (কাপ পিরিচ মার্কা) ১২১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মো: হায়দার আলী (মাছ মার্কা) ৯০ ভোট পেয়ে কোষাধ্যক্ষ ও মো: হিফজুর রহমান সাধারণ সম্পাদক পদে মো: কামাল আহমেদ সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বেসরকারিভাবে নির্বাচিত হন। উল্লেখ্য, বৃহত্তর হরিপুর ট্রাক পিকআপ চালক সমিতির ভোটার সংখ্যা মোট ১৮৮ জন ও ভোট কাষ্ট হয়েছে ১৭৩ ভোট। নির্বাচনে, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন জৈন্তাপুর উপজেলা উপ— কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামাল । এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শ্রী আবু সরকার,বর্তমান সহ—সভাপতি শরীফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাছুম আহমেদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সাহাদ উদ্দিন সাদ্দাম,জৈন্তাপুর উপজেলা উপ—কমিটির সভাপতি মো: সমাদ মিয়া, সহ—সভাপতি আরব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: তাহের আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ মুন্না, কোষাধ্যক্ষ শামীম আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ সেলিম আহমেদ, সদস্য মঈন উদ্দিন মইন, কিবরিয়া আহমেদ,নাজিম উদ্দীন,সহ এ এসআই দ্বীন ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল।