হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়াদুল হক সুমনকে হত্যার হুমকি দাতা ও তাদের নির্দেশ দাতাদের দ্রুত গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ (৪ জুলাই) বৃহস্পতিবার দুপুরে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁ ইউনিয়নের কাটাখালী বাজারে যুব সমাজের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মান্নারগাঁ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুল আজিজের সভাপতিত্বে ও আওয়ামীগ নেতা অসিত কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো: হারুন মিয়া, মান্নারগাঁ ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল মছুব্বির, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এমএ করিম লিলু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সব সময় গণমানুষের কথা বলেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন। সব সময় মানুষের উপকারে তিনি এগিয়ে আসেন। এ রকম একজন মানুষকে হত্যার হুমকি প্রদান করা অশনিসংকেত।
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সেই সাথে হত্যার হুমকি দাতা ও পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই। দ্রুততম সময়ের মধ্যে আসামীদের আইনের আওতায় আনা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন তারা।