স্টাফ রিপোর্টার:
সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশ কর্তৃক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার করেছে পুলিশ।
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ২১ এপ্রিল রাত ১২.০০ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ থানার মামলা নং-১৫, তারিখ-১৫/০৪/২৪ খ্রিঃ এর আসামী গ্রেফতারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর অভিযান পরিচালনা করে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে উক্ত হত্যা মামলার এজাহার নামীয় ০১ নং আসামী মরম আলী(২৬), পিতা-মৃত জমির আলী, সাং-নিজগাও পূর্বপাড়া, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে উক্ত আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করতে সম্মত হয়।
পরবতীতে গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।
উল্লেখ থাকে যে , গত ১১ এপ্রিল ২০২৪ সন্ধ্যা অনুমান ০৭.৪৫ ঘটিকার সময় কোম্পানীগঞ্জ থানাধীন নিজগাঁও পূর্বপাড়া সাকিনের বাসিন্দা মোঃ শাহীন আহমদ(৩০), পিতা- মো: আলমাছ আলী ছুরিকাঘাতে নিহত হয়। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই মোঃ শামীম আহমদ (৩৬) বাদী হয়ে ১০ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
আসামী আটকের সত্যতা নিম্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার এসআই ও মিডিয়া অফিসার মাসুদ আহমদ।