1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
সিলেটে এসএমপি ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়ারীকে গ্রেফতার সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগে জনবল নিয়োগে আবারও অনিয়ম দুর্নীতির অভিযোগ সিলেটের চার উপজেলায় চার চেয়ারম্যানসহ নির্বাচিত হলেন যারা— অবশেষে বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন সোহেল করিমা ও সুইট সিলেটের চাঞ্চল্যকর নিশা হত্যার মুল আসামীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ সিলেট গোপাল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট প্রদানকারীর ছবি তোলায় সাংবাদিকের হামলা সিলেট পাবলিক প্রসিকিউটরদের পক্ষ থেকে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন সিলেটের চাঞ্চল্যকর দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত হত্যায় জড়িত একজনকে গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান সুনামগঞ্জের অধ্যাপক ডা.উবায়দুল কবীর বিয়ানীবাজার এসোসিয়েশন ইতালি নাপলীর কার্যকরী কমিটি ঘোষণা

সিলেট লিগে মেহদির উইকেট শিকারের রেকর্ড

তানজীল শাহরিয়ার
  • আপডেট করা হয়েছে শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে
সিলেট লিগে মেহদির ৭ উইকেট শিকারের রেকর্ড
সিলেট লিগে মেহদির ৭ উইকেট শিকারের রেকর্ড

 মেহদি, সিলেট নগরীর লন্ডনি রোডের এই তরুণ আক্রমণাত্মক ব্যাটার হিসাবে পরিচিত। তবে, মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ১৯শ ম্যাচে বল হাতে তিনি গড়েছেন অসাধারণ এক রেকর্ড। ৮ অভার বল করে মাত্র ১৬ রান খরচা করে তুলে নিয়েছেন ৭ উইকেট! মেহদির অসামান্য বোলিং নৈপূণ্যের দিনে ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব ইয়ুথ সেন্টারকে ২৫৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ধারা অব্যাহত রেখেছে।

 

টস জয়ের পর ইয়ুথ সেন্টার জিমখানাকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। দলীয় ১ রানে ১ম উইকেট হারালেও ২য় উইকেটে বক্কর এবং ইফতেখার ৭৫ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার দায়িত্ব পালন করেন। বক্কর ৪৫ রান করে শাকিলের বলে আউট হলে এই জুটি ভাঙে।

 

৩য় উইকেটে মাত্র ১০.১ অভারে ৮০ রান তোলেন ইফতেখার এবং মেহদি, জুটিতে মেহদির অবদান ছিলো ৪৯ রান! মাত্র ২৮ বলে ৩টি চার আর ৫টি ছক্কায় বিস্ফোরক এই ইনিংসটি সাজিয়েছেন ডানহাতি মেহদি।

 

৫৭ রান করে ইফতেখার যখন বিদায় নেন তখন জিমখানার স্কোর ছিলো ২১২/৪, তার পরে মূলত ইনফর্ম ব্যাটার গালিবের ব্যাটে চড়ে শেষ দিকে ঝড় তোলে জিমখানা। শেষের ১০ অভারে ৯৩ রান তোলে জিমখানা। মাত্র ৫৮ বলে ৮৮ রান করে রান তোলায় নেতৃত্ব দিয়েছেন গালিব। হাঁকিয়েছেন ৮টি চার, ৩টি ছক্কা। আগের ম্যাচেই ঝড়ো ফিফটি করা সাঈদও ব্যাট চালিয়েছেন স্বভাবসুলভ ভঙিতে। ৩ চার আর ১ ছক্কায় তুলে নিয়েছেন ৩২ রান।

 

৫০ অভার শেষে জিমখানা ৩১০ রান সংগ্রহ করে ৮ উইকেট হারিয়ে।

 

ইয়ুথ সেন্টারের সালমান ২টি, ফাহাদ, সাদমান, রাজন, শাকিল, জাফরুল ১টি করে উইকেট লাভ করেন।

 

রানপাহাড়ের চাপ না সামলাতে পেরে হুড়মুড়িয়ে ধ্বসে পড়ে ইয়ুথ সেন্টারের ব্যাটিং লাইন আপ। মেহদি (১৪), রায়হান (১২) ছাড়া আর কেউই দুই অঙ্কের স্কোর করতে পারেননি। টেনেটুনে ইনিংসের প্রায় এক তৃতীয়াংশ ব্যাট করেই অলআউট হয় ইয়ুথ সেন্টার। ১৬.২ অভারে মাত্র ৫৫ রান তুলেছে ইয়ুথ সেন্টার।

 

মেহদির ৭-উইকেট শিকারের দিনে আরিফ ২টি, গালিব ১টি উইকেট পেয়েছেন।

 

অনন্যসাধারণ অলরাউন্ড নৈপূণ্য দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরষ্কার লাভ করেন জিমখানার মেহদি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন