স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন, আমি সুনামগঞ্জে বিগত দিনে কর্মরত ছিলাম। আমার কিছটা ধারনা আছে সুনামগঞ্জ সম্পর্কে। এছাড়াও আপনাদের কাছ থেকে সহযোগিতা পেলে সবাইকে নিয়েই কাজ করতে চাই। সুনামগঞ্জের ভৌগলিক অবস্থান অন্যান্য জেলার চেয়ে আলাদা। এখানকার কাজের ধরন ও আলাদা। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি আরও বলেন, সুনামগঞ্জের পিছিয়ে পড়া জনগোষ্টিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা চাই এবং যে কোন উন্নয়নমুলক কাজে অনিয়ম চোখে পড়লে আমাকে জানালে তাৎক্ষনিক সমাধানের চেস্টা করব। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুনামগঞ্জের সুশীল সমাজ ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজাউল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ. শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সনাক সভাপতি নুরুর রব চৌধুরী, সমাজসেবক ডা সৈয়দ মনোয়ার আলী, অ্যাডভোকেট সালেহ আহমদ. এডিশনাল পিপি অ্যাডভোকেট সামসুল আবেদীন, মহিলা পরিষদের গৌরী ভট্টাচার্য. সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক শাহ আবু নাসের, সুনামগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মী প্রমুখ।