অনলাইন ডেস্কঃ সিলেটের কানাইঘাটে ১৫ বস্তা ভারতীয় চোরাই চিনি ও বিপুল পরিমান ভারতীয় গাড়ির টায়ার জব্দ করেছে পুলিশ। কানাইঘাট থানার ওসি গোলাম দস্তগীরের নেতৃত্বে রোববার দুপুরে থানার উত্তর দলইমাটি গ্রামে ওই নেতার বাড়িতে অভিয়ান চালিয়ে চোরাই পণ্যগুলো জব্দ করা হয়।
এসময় পৌর আওয়ামী লীগ সভাপতির ভাই চোরাকারবারী জাকারিয়াকে আটক করে পুলিশ। জব্দ করার পর স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক নেতৃবৃন্দ চোরাই মালামালগুলো ছাড়িয়ে নেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে অভিয়োগ পাওয়া গেছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম দস্তেগীর ভারতীয় চোরাই মালামাল জব্দের সত্যতা নিশ্চিত করে বলেন- পরবর্তীতে প্রেস ব্রফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।