নিউজ ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে ট্রাক চাপায় জাহাঙ্গীর মিয়া নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ মে) দুপুর সাড়ে ১২টার সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকার সাত মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা জানান, ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।
দুর্ঘটনা সম্পর্কে তিনি জানান, লালাবাজার এলাকার সাত মাইলে জাহাঙ্গীর মিয়া তার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কেই পড়ে যান। এ সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।