হাওরাঞ্চলের কথা :: যুক্তরাজ্যের বেগম বেকারীর উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় এই ইফতার বিতরণ করে সিলেট জেলা ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ফুল ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মোমিন আহমদ, বাংলাদেশ নিকাহ রেজিস্ট্রার সমিতির যুগ্ম মহাসচিব কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম, খলিলুর রহমান কুটু, মিজান আহমদ, সেলিম আহমদ প্রমুখ। এছাড়াও বিশিষ্ট মুরব্বি স্থানীয় যুব সমাজের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার বিতরণকালে বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, এ মাসের ফজিলত, বরকত সব চেয়ে বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে হতদরিদ্র মানুষেরা খুবই কষ্ঠে দিনযাপন করছেন। মানুষের কল্যাণে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিজ্ঞপ্তি