হাওরাঞ্চলের কথা :: স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম হোসেন। সভাপতির বক্তব্যে আশরাফ গাজী বলেন, সুবিধাবঞ্চিত মহিলাদের হাতে একটি সেলাই মেশিন তুলে দেয়া মানে একটি পরিবারকে আলোর পথ দেখানো। মহিলারা নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে আর্থিক দীনতা দূর করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে ভূমিকা রাখতে পারেন। তিনি সোনালী স্বপ্ন বাংলাদেশের সেলাই মেশিন বিতরণ কর্মসূচী বাস্তবায়নে যুক্তরাজ্য প্রবাসীসহ বিক্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি প্রবাসী ভাই বোনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞগতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি সেলিম হোসেন দুঃস্থ নারীদের স্বনির্ভর করে তুলতে সেলাই মেশিন প্রদানের ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের নেতা শেখ তোফায়েল আহমদ শেপুল, প্রবীণ ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন, মেরাজ হোসেন, শহিদুল হক, দিলাল আহমদ, সাকিরুল গৌছ, আম্বিয়া বেগম, বিলকিছ বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি