স্টাফ রিপোর্টার:
সিলেটে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে । বৃহস্পতিবার বিকাল ৪টায় গ্লোবাল টেলিভিশনের সিলেট অফিসে আয়োজিত অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্টজনদের উপস্থিতিতে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হক সুপার মার্কেটের সভাপতি ও বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সিলেট জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. আয়াতুল ইসলাম খান, চ্যানেল আই সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকি, মোহনা টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আবদুল আউয়াল চৌধুরী শিপার, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সহকারী সম্পাদক হুমায়ূন কবির, দৈনিক ভোরের পাতার ব্যুরো প্রধান মো. জয়নাল আবেদিন, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র রিপোর্টার সুনির্মল সেন,মানজবজমিন দোয়ারাবাজার প্রতিনিধি হাবিবুল্লাহ হেলালী, সাংবাদিক শিবা মালাকার, সাংবাদিক খোকন শেখ, বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহেল খান, দৈনিক হাওরাঞ্চলের কথা’র মাল্টিমিডিয়া প্রধান জয়দীপ চক্রবর্তি, সাংবাদিক শফিকুল ইসলাম, মোবারক হোসেনসহ স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই গ্লোবালটিভি’র জন্ম দিনে গ্লোবালটিভি পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং স্বত্ব ও বস্তুনিষ্ট সাংবাদিকতা বজায় রেখে দেশের সার্বিক কল্যানে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।