স্টাফ রিপোর্টার:
র্যাব-৯ সিলেটের অভিযানে ছিনতাইকারী দলের সদস্য ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তারকে গ্রেফতার করে কোতোওয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ছিনতাইকারী ও ওয়ারেন্টভুক্ত আসামী।
গত ২৩ মার্চ বিকালে সিলেট নগরীর কোতোওয়ালী থানাধীন জেল রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিন সুরমা থানার চান্দাই জৈনপুর গ্রামের আব্দুন নুরের পুত্র।
র্যাব সুত্র জানায়, গ্রেফতারকৃত ছিনতাইকারী আক্তার হোসেনের বিরুদ্ধে সিলেট কোতয়ালী থানার জিআর ৫৯/২০, ধারাঃ আইনশৃঙ্খলা বিঘœকারী দ্রæত বিচার ৪/৫ ধারা, প্রসেস নং-৪৩৭/২৩ এর মূলে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী ও ছিনতাইকারী দলের সদস্য। তার বিরুদ্ধে এসএমপি, সিলেট কোতয়ালী মডেল থানায় আরো একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেট এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি র্যাব-৯ এর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।