স্টাফ রিপোর্টার:
সিলেটে অনলাইন নিউজ পোর্টাল ‘ সময় টিভি বাংলা’র ইফতার সম্পন্ন হয়েছে। বুধবার বিকাল ৫.০০ ঘটিকায় সিলেট নগরীর জিন্দাবাজারে একটি অভিজাত রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার পূর্ববর্তী সময়ে সময় টিভি বাংলা’র ব্যবস্তাপনা সম্পাদক কামরুল হাসান জুলহাস এর সভাপতিত্বে দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং গ্লোবালটিভি সিলেট ব্যুরো প্রধান মো: মাহতাব উদ্দিন তালুকদার, সিলেট সদর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি কবি সাজ্জাদ আহমদ সাজু, দৈনিক যুগভেরী পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এম এ মালেক, দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সহকারী সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার সিলেট প্রতিনিধি হুমায়ুন কবির, দৈনিক বিকাল বার্তা পত্রিকার সিলেট বিভাগীয় ব্যুরো চীফ আব্দুল আলিম রানা, টুডে সিলেট এর নিবার্হী সম্পাদক শাহান আহমদ চৌধুরী, যুব সংগঠক রফিকুল ইসলাম সিতাব, দৈনিক ক্রাইম তালাশ প্রতিদিন এর সিলেট ব্যুরোচীফ মঈন উদ্দিন, দৈনিক বিকাল বার্তার সিলেট জেলা প্রতিনিধি লাকী আক্তার, তালাশ টিভির স্টাফ রিপোর্টার সালমান জামান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার কোম্পানিগঞ্জ প্রতিনিধি ও তালাশ টিভির স্টাফ রিপোর্টার এম এইচ শাহিন, দৈনিক জাগ্রত সিলেট এর স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, শাহপরান এলাকার শিল্পী গীতিকার ও সুরকার মোঃ রজব আলী চিষতী, মোঃ সহিদুল ইসলাম সাগর, মোঃ ধারা মিয়া, মোঃ লুৎফর রহমান, সহ আরো উপস্থিত ছিলেন শাহপরান এলাকার মোঃ আব্দুল রহিম প্রমূখ। এ সময় দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশায় যারা জড়িত তাদের নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা সময়ের দাবী। ঐক্যবদ্ধ না থাকলে সাংবাদিকতায় অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। অর্ন্তবর্তীকালীন সরকার সাংবাদিকদের কল্যানে ইতিমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছেন। এই কমিশন সাংবাদিকদের মাসিক সম্মানী একজন নির্বাহী ম্যাজিষ্টেটের সমমান করার প্রস্তাবনা দিয়েছেন। এই প্রস্তাবনাকে আমরা স্বাগত জানাই।