শাল্লা প্রতিনিধি:
শাল্লা উপজেলার জামায়াত ইসলামীর আয়োজনে মোঃ শিশির মনির এর সহযোগীতায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার বিকালে উপজেলার অডিটোরিয়ামে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিজ্ঞ আইনজীবী মোঃ শিশির মনির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট নুরুল আলম। শাল্লা উপজেলা জামায়াতের আমির নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা আবুল কায়ের এর সঞ্চালনায় ইফতার মাহফিল উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বলেন শিশির মনির বলেন, দুর্নীতি মুক্ত সমাজ গর্তে চাই যেখানে দুর্নীতি থাকবেনা, অনিয়ম থাকবেনা, ন্যায় বিচার প্রতিষ্টিত হবে। ধর্মবর্ণ নিবিশেষে প্রত্যেকের অধিকার সমান থাকবে । .দুর্নীতি করব না দুর্নীতি করতে দেব না । অনিয়ম চলতে দেব না, সুন্দর সমাজ উপহার দিতে চাই । আমাদেরকে ভালবাসবেন আমরা আপনাদেরকে ভালোবাসবো। সম্প্রীতির সমাজ গড়ে তুলবো। ইফতার মাহফিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান,সহকারী প্রধান , আলেম উলামা,ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক,ব্যাংকারসহ বিভিন্ন পেশার মানুষ ও জামায়েত ইসলামীর বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলগণ অংশ গ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে বিশেষ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।