সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। আজ ১২ মার্চ ২০২৫ তারিখ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সোনামড়ল হাওর, গুরমার হাওর, চন্দ্রসোনার থাল হাওর এবং চন্দ্রসোনার থাল (সাথারিয়া পাথারিয়া) হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন ডিসি ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া । পরিদর্শনকালে অন্যানদের মাঝে মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুনজিত চন্দ, সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পওর বিভাগ-১,মোঃ মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়,ধর্মপাশা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী কাবিটা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন এবং সংশ্লিষ্ট পিআইসির সভাপতি সাধারন সম্পাদক সহ সদস্যবৃন্দ। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বাঁধের মূল কাজ মোটামুটি শেষ। বৃষ্টি না হওয়াতে সাইডে দুবড়া ঘাস মড়ে যাচ্ছে, বলেছি পানি দিয়ে ঘাসগোলো তাজা করতে হবে। ভালো ভাবে দুরমুজ দিতে হবে যাতে বৃষ্টির পানি লেগে না থাকে। পিআইসি দেরকে বলেছি ফসল ঘরে উঠা না পর্যন্ত বাঁধ পাহাড়া দিতে হবে, কোথাও গর্ত হলে সাথে সাথে মাটি ভরাট করতে হবে।