সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকা থেকে ২৮ বোতল ভারতীয় মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।শনিবার গভীর রাতে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজারে একটি যাত্রীবাহি বাসে অভিযান পরিচালনা করে মদসহ ২ জনকে আটক করে শাহপরাণ (রহঃ) থানা পুলিশ।আটককৃতরা হলেন, শেরপুর জেলার নকলা থানার চরকামারীপাড় গ্রামের মো. খলিল মিয়ার ছেলে মো. রুমান (২৭) ও টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ভাতকাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে ফিরোজ মিয়া (৩২)।বিষয়টি নিশ্চিত করেছন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনার আটক ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।