আজাদুর রহমান জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার উত্তরকুল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় মাদকসহ একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের উত্তরকুল গ্রামের মৃত নছির আলীর ছেলে আবদুল মুকিত (৫৫) ও তার ছোট ভাই মো. আবদুল কাদির (৪৮)। আবদুল মুকিত স্থানীয় ইউপির সাবেক সদস্য ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক পলাশ পালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে আবদুল মুকিতের লুঙ্গির ভাঁজে লুকানো ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী অনুসন্ধানে বাড়ির ছাদের তালাবদ্ধ একটি কক্ষ থেকে আরও ৪৯ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সহকারী পরিচালক পলাশ পাল বাদী হয়ে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।