স্টাফ রিপোর্টার:
সিলেট ব্যাটালিয়ন ৪৮বিজিবি’র অভিযানে ৪১ লক্ষ ২৪ হাজার টাকার চোরাচালানী মালামাল আটক করেছে বিভিন্ন ক্যাম্প। বিজিবি সুত্র জানায়, গত বুধবারে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধীনে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, কালাসাদেক, কালাইরাগ, পান্থুমাই, সোনারহাট, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম এবং প্রতাপপুর বিওপি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় গরু, কমলা, ফেসওয়াস, মেহেদী, চিনি, চকলেট, সেন্ডেল, বিস্কুট, বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, সুপারি এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্রা ট্রাক্টর, মোটরসাইকেল আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য— ৪১,২৪,৯৮৩/— (একচল্লিশ লক্ষ চব্বিশ হাজার নয়শত তিরাশি) টাকা । ৪৮ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হক জানান, বিজিবি’র সদর দপ্তরের দিক নির্দেশনায় সিলেট সুনামগঞ্জ জেলার বিজিবি’র ক্যাম্পের সহায়তায় গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত আছে।