স্টাফ রিপোর্টার:
সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে “নারীর অশ্লীল ও বিকৃত ছবি তৈরি করে মর্যাদাহানীর ভয় দেখিয়ে টাকা দাবীর অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
এয়ারপোর্ট থানাধীন পশ্চিম পীরমহল্লার এক বাসিন্দার দুই মেয়ে স্বামী ও সস্তান নিয়ে ইংল্যান্ড থাকেন। সম্প্রতি প্রবাসে থাকা এক মেয়ের ছবি এডিট করে অশ্লীল ও কুরুচিপূর্ণ ছবি তৈরী করে অপরিচিত মোবাইল থেকে ঐ মেয়ে এবং তার পরিবারের সদস্যদের মোবাইলে হোয়াটস্ অ্যাপের মাধ্যমে ছবিগুলো পাঠায়। একই সাথে বিভিন্ন আপত্তিকর ও কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়ে সামাজিক ও ব্যক্তি মর্যাদা হানি করার ভয় দেখিয়ে টাকা দাবী করে। মেয়েটির বাবা অর্থ্যাৎ পশ্চিম পীরমহল্লার ঐ বাসিন্দা এসএমপি পুলিশ কে বিষয়টি জানায়। এসএমপি পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শাহরিয়ার আলমের নেতৃত্বে এসএমপি’র সাইবার ইউনিট ছবি পাঠানো মোবাইল ব্যবহারকারীকে সনাক্তকরণের জন্য মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ শাহরিয়ার আলমের নেতৃত্বে ১০/০২/২০২৫খ্রিঃ এয়ারপোর্ট থানা পুলিশ ১। মিন্টু দেবনাথ (৩৫), পিতা-মহেশ দেবনাথ, মাতা-সন্ধ্যা রানী নাথ, সাং-বাজিতপুর, থানা- বিশ্বম্ভরপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-সেন্টাল রোড, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার’কে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনসহ গ্রেফতার করা হয়। এ ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং- ১২, তারিখ: ১০/০২/২০২৫খ্রিঃ, ধারা- ৮(১)/৮)২)/৮(৩)/৮(৭) পর্ণোগ্রাফী নিয়ন্ত্রণ আইন ২০১২ রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম।