সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে রবিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে ১৯ টি ভারতীয় গরু ৪ টি পিক আপ সহ ৫ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ রাতুল মিয়া (৩২), পিতা-মৃত ভাগু মিয়া, গ্রাম -আলুকদিয়া, ২। মোঃ মাসুদ খাঁন (৩৫), পিতা-রুহুল আমিন,গ্রাম -ছয়হাল, উভয় থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোণা, ৩। মোঃ রাকিব (২৪), পিতা-মোঃ ফারুক মিয়া, গ্রাম -আলীয়ারপুর, ৪। মোঃ রফিকুল ইসলাম (৪৫), পিতা-মৃত সামছুল ইসলাম, ৫। মোঃ ফাহিম (২৮), পিতা-মোঃ নয়ন মিয়া, উভয় গ্রাম – বলরামপুর, থানা-মধ্যনগর, জেলা-সুনামগঞ্জ গণ অজ্ঞাতনামা ৫/৬ জন পলাতক আসামীর পরস্পর যোগসাজসে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে বিক্রয়ের জন্য বাংলাদেশে আনয়ন করেছে বলে জানা যায়। জব্দকৃত ১৯(ঊনিশ) টি গরুর মোট মূল্য অনুমান অনুমান ১১,৭৫,০০০/- এবং ০৪(চার) টি পুরাতন পিকআপ গাড়ী, সর্বমোট মূল্য অনুমান ২৫,০০,০০০/- টাকা। আসামীদের বিরুদ্ধে ধর্মপাশা থানার মামলা নং-০৭, হয়েছে। ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, রবিবার বিকালে বিশেষ অভিযান চালিয়ে ১৯ টি গরু ৪ টি পিকাপ সহ ৫ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।