1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
জৈন্তাপুরে অভিযানে বাজার মনিটরিংয়ের জরিমানা আদায় ধর্ষণ চেষ্টার অভিযোগে একজনকে ধরে পুলিশে দিলেন জনতা ধর্মপাশায় বিভিন্ন হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন ডিসি – ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া ধর্মপাশায় বিভিন্ন হাওরে দেশীয় প্রজাতির মাছ বিষ দিয়ে ধ্বংস করছে দুর্বৃত্তরা দাসপাড়া থেকে ভারতীয় মদসহ আটক ২ মধ্যনগরে বিএনপির দুই গ্রুপের চাঁদাবাজীকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত-১ আহত -১৫ জন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সিলেট শাহপরান থানা পুলিশের অভিযানে ৫ লাখ টাকার অবৈধ সিগারেট প্রাইভেটকারসহ ৩জন আটক ফ্যাসিস্টের দোসর: ফেঞ্চগঞ্জ প: প: সহকারী জাহাঙ্গীরের সম্পদের পাহাড়, একই কর্মস্থলে ১৭ বছর সিলেটে গণমাধ্যমকর্মীদের সাথে ইফতার মাহফিল করলেন ছাত্র শিবির

দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চুরি হওয়া সিএনজি উদ্ধার নারীসহ ৩ (তিন) জন সিএনজি চোরকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট করা হয়েছে বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে  চুরি হওয়া সিএনজি উদ্ধার নারীসহ ৩ (তিন) জন সিএনজি চোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সুত্র জানায়, গত ১৮ জানুয়ারী সকাল অনুমান ০৯:৩০ ঘটিকা হতে বেলা অনুমান ১১.৩০ ঘটিকার মধ্যবর্তী সময় দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলাস্থ শাহজালাল (রহ:) সিএনজি পাম্প হতে নাঈম আহমেদ বিজয় (২৫) এর একটি সিএনজি গাড়ী (যার রেজিঃ নং- মৌলভীবাজার-থ-১১-০৩৭৮, চেসিস নং- AAFBJL-14253, ইঞ্জিন নং- AAMBJL-27037, মূল্য অনুমান-৩,০০,০০০/-টাকা) চুরি হয়ে যায়।

পরবর্তীতে ২০/০১/২০২৫খ্রিঃ তারিখ রাত অনুমান ০৯:০০ ঘটিকার সময় বাদী নাঈম আহমদ বিজয় ও সিএনজি ড্রাইভার ফয়জুল পুলিশের সহায়তায় কোতোয়ালী থানাধীন সোবহানীঘাট এলাকা হতে চুরির ঘটনায় জড়িত ১। আশিক (৪০), পিতা- মৃত নানু মিয়া, সাং-হুমায়ুনপুর, থানা-বাজিতপুর, জেলা-কিশোরগঞ্জ, বর্তমানে-মোমিনখলা, আমিন মিয়ার কলোনী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। রিয়া আক্তার (১৯), পিতা-মৃত দানা মিয়া, সাং-মমতাজের বাসা, রোড নং-০২, ব্লক-এইচ, শাহজালাল উপশহর, থানা-শাহপরাণ(রহ:), জেলা-সিলেটদ্বয়কে আটক করেন। তখন তারা স্বীকার করে যে, ৩। জয়নাল আহমেদ (২৯), পিতা-বিল্লাল আহমেদ, মাতা-সূর্যবান বেগম, সাং-কলদুরগ্রাম, হরিশচর বাজার, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা, বর্তমানে- ফড়িংগুড়া, সাহেব বাজার, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট এবং অজ্ঞাতনামা আরো ৩/৪ জনদের পরস্পর যোগসাজশে উক্ত সিএনজি’টি চুরি করেছে।

উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনায় ও তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দক্ষিণ সুরমা থানার এসআই (নি:)/সৌমেন দাস সঙ্গীয় ফোর্সসহ বাদী নাঈম আহমদ বিজয় ও সিএনজি ড্রাইভার ফয়জুলসহ আটককৃতদের সাথে নিয়ে ২১/০১/২০২৫খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় এসএমপি সিলেট এর শাহপরাণ(রহ:) থানাধীন শাহজালাল উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে চুরির ঘটনায় জড়িত অপর আসামী জয়নাল আহমেদ (২৯) কে আটক করেন এবং চুরিকৃত সিএনজিটি সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ীর উঠানে আছে বলে জানা যায়। ১, ২ ও ৩নং আসামী সহ গাড়ীর মালিককে সাথে নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই (নি:)/সৌমেন দাস সঙ্গীয় ফোর্সসহ ২১/০১/২০২৫খ্রিঃ তারিখ ১৮.৫০ ঘটিকার সময় সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন উত্তর টিলাগাঁওস্থ (৯নং সুরমা ইউ/পি) আঙ্গুর মিয়ার বাড়ীর উঠানে অভিযান পরিচালনা করে ১, ২ ও ৩নং আসামীদের দেখানো মতে চুরি যাওয়া সিএনজিটি উদ্ধার পূর্বক উপস্থিত লোকজনদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনায় দক্ষিণ সুরমা থানার মামলা নং-০৯, তারিখ-২১/০১/২০২৫খ্রি:, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন