স্টাফ রিপোর্টার:
সিলেট ৪৮ বিজিবি’র অভিযানে ৪৩ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধীনে অভিযান চালিয়ে আটক করা হয়। সিলেট সুনামগঞ্জ সীমান্তবতীর্ এলাকার বাংলাবাজার, পান্থুমাই, ডিবি’র হাওর, উৎমা, বিছনাকান্দি, সোনালী চেলা, তামাবিল ও কালাসাদেক বিওপি কর্তৃক অভিযান চালিয়ে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, গরু,চা পাতা, মদ ও ফেন্সিডিল যার বাজার মুল্য ৪৩ লক্ষাধিক টাকা। বাংলাবাজার বিওপি’র সীমান্ত পিলার ১২৩৪/৫ অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে মৌলারপাড় নামক স্থানে ভারতীয় নাগরিক মালুছ গারো (৩০) ও করল গারো (৪৫) উভয় পিতা ভুপেন্দ্র গারো, সাং ডালিয়াবস্তি, ডাক: কালাটেক, থানা—সাইগ্রাম, জেলা—ইস্ট খাসিয়া হিল, শিলং ভারত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি’র অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন জানান, চোরাকারবারীদের বিরুদ্ধে সীমান্ত জুড়ে অভিযান অব্যাহত আছে এবং কোনভাবে ভারতীয় পন্য দেশের অভ্যন্তরে প্রবেশের সুযোগ দেয়া হবে না। অবৈধ অনুপ্রবেশের দায়ের দুই ভারতীয় নাগরিককে দোয়ারাবাজার থানা পুলিশের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।