ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে ডাকাত সন্দেহে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। সুত্র জানায়,গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ছাতক শহরের পেপার মিল রাস্তা থেকে তাদের কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি ছুরি,৩টি দা,৫টি বল্লম,৩টি শুরকী,৭টি নিগাড সহ একটি গাড়ি ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন উপজেলার চরমহল্লা ইউনিয়নের বল্লবপুর গ্রামের আব্দুস সালামের পুত্র জাহাঙ্গীর আলম ও তার ভাই রবিউল আলম। একই গ্রামের হামজার আলীর পুত্র মুরাদ আহমেদ, মনোহর আলীর পুত্র কোয়াজ আলী ও গাড়ী চালক আব্দুল মজিদ। যৌথবাহিনী তাদেরকে আটকের পর ছাতক থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।
যৌথ বাহিনির অভিযানে অস্ত্রসহ ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। অন্যদিকে অস্ত্র উদ্ধার সহ অপরাধ মুলক কার্যক্রম বন্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনীর ক্যাপ্টেন সুয়েব আহমদ।