সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভায় সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। শনিবার নগরীর টেকনিক্যাল রোডের সাধুর বাজারস্থ ইউনিয়নের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপদেষ্টাদের হাতে সংগঠনের পরিচয়পত্র হস্তান্তর করা হয়।
উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন- মোঃ আলা উদ্দিন, মোঃ ইউনূস মিয়া, সাংবাদিক মোঃ সানোয়ার আলী, মোঃ মানিক মিয়া, মোঃ নবীর হোসেন ও আইন বিষয়ক উপদেষ্টা মোঃ বাবলা আহমদ তালুকদার।
সংগঠনের সভাপতি মোঃ মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের দপ্তর সম্পাদক মোঃ রোমান আহমদ।
সভায় বক্তব্য রাখেন- সংগঠনের সহ সভাপতি কাউসার আহমদ, সহ সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মোঃ আব্দুল জলিল, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য মোঃ ইমান আলী ও মোঃ আলমগীর হোসেন।