রোটারী ক্লাব অব জালালাবাদের উদ্যোগে আয়োজিত “মানসিক স্বাস্থ্য সচেতনতা ও অর্থনৈতিক উন্নয়নের গুরুত্ব” বিষয়ক এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর নয়াসড়কস্থ জালালাবাদ রোটারী হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা বলেন, অর্থনীতি ও মানসিক স্বাস্থ্য একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। অর্থনৈতিক অগ্রগতি ব্যতীত স্থায়ী মানসিক শান্তি ও সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, যা ব্যক্তি ও সমাজের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক শান্তি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে অর্থনৈতিক উন্নয়ন অপরিহার্য। এই উন্নয়ন কেবলমাত্র ব্যক্তিগত জীবনে নয়, বরং সামগ্রিক সমাজের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। অর্থনৈতিক উন্নয়নে কমিউনিটি, দেশ-বিদেশের সাথে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ধর্মীয় নিয়মনীতিও মানষিক শান্তি এনে দেয়। তাই সকল ধর্মের মানুষের ধর্মীয় আদর্শ মেনে চলা উচিৎ।
একই সাথে রোটারী ক্লাব অব জালালাবাদের সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। ক্লাব প্রেসিডেন্ট রোটারীয়ান মো. এরশাদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী রোটারীয়ান মো. আবুল মনসুর আহমদের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন রোটারীয়ান প্রফেসর ডা. শামীম আহমদ ও রোটারীয়ান পিপি ইঞ্জিনিয়ার সোয়াইব আহমদ আহমদ মতিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন রোটারীয়ান পিডিজি প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) মো. আতাউর রহমান পীর, রোটারীয়ান পিডিজি শহিদ আহমদ চৌধুরী, রোটারীয়ান পিপি প্রোফেসর ডা. মোহাম্মদ আব্দুস সালাম, রোটারীয়ান পিপি হানিফ মোহাম্মদ, রোটারীয়ান পিপি আনহার সিকাদার, রোটারীয়ান আইপিপি মোহাম্মদ মনজুর আল বাসেত, রোটারীয়ান মাহবুবুল আলম মিলন, রোটারীয়ান মিজানুর রহমানসহ ক্লাব সদস্যবৃন্দ।