সুনামগঞ্জের দোয়ারাবাজারে ভারতীয় মদের চালানসহ ইয়াহিয়া (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে দোয়ারাবাজার থানা পুলিশ।
গ্রেফতারকৃত ইয়াহিয়া ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের মজনু মিয়ার পুত্র।
রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানা পুলিশের এসআই মোহন রায়ের নেতৃত্বে এএসআই আশ্রাফ খাঁন, এএসআই রায়হানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বাংলাবাজার থেকে দোয়ারাবাজার মাঝেরগাও এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি ইয়াহিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এ সময় ইয়াহিয়ার কাছ থেকে ১৯ বোতল ভারতীয় ম্যাগডল মদ জব্দ করা হয়ে। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাহিদুল হক সত্যতা নিশ্চিত করে জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।