1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
সিলেটের হরিপুর বাজারের ইজারা বর্হিভুত অংশ দুইপাশের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ সুনামগঞ্জ দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সারভেস মারাক (২৮) নামের যুবকের লাশ হস্তান্তর করছে বিজিবি-পুলিশ শ্রীমঙ্গলে পুলিশের উপর হামলার ঘটনায় ৩৮ জনের নামে মামলা দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সামাদ উদ্দিন খান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে তাহিরপুর উপজলার চারটি গ্রামে দুই শতাধিক মুসল্লি। দিরাই-শাল্লার এডভোকেট শিশির মনিরের পক্ষ থেকে ১৪শ হতদরিদ্র ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী উপহার বিতরণ শাল্লা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে জাফলং কোয়ারী থেকে পাথর লুটের ঘটনায় ৩১জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা র‌্যাব-৯ সিলেটের অভিযানে ছিনতাইকারী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তারকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

৭ বছর ধরে বন্ধ থাকা পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ৭ বছর ধরে বন্ধ থাকা সিলেটের কোটি মানুষের জীবিকা নির্বাহের স্থল পাথর কোয়ারীসমূহ খুলে দেওয়ার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সিলেটের পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক—শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর কাছে উক্ত স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট বিভাগের পাথর কোয়ারীসমূহ বন্ধ থাকার ফলে কোটি মানুষের জনজীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুর্ভোগ। ২০১৮ সাল থেকে সকল পাথর কোয়ারীসমূহ বন্ধ থাকায় অত্র অঞ্চলে নেমে আসে চরম দুঃখ ও দুর্দশা। অনেক ব্যবসায়ী ব্যাংক ঋণে জর্জরিত হয়ে ঋণখেলাপী এবং মামলার আসামি হয়ে ফেরারী জীবন—যাপন করছেন। অপর দিকে একটি প্রভাবশালী সিন্ডিকেট পাথর কোয়ারী বন্ধ করে দিয়ে দেশের রিজার্ভের ডলার অপচয় করে বিদেশ থেকে পাথর আমদানি শুরু করে। যার ফলে তারা বিদেশে ব্যাপকভাবে অর্থ পাচার করেছে।

তাই পাথর কোয়ারী খুলে দিয়ে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থাকরণ ও বৈদেশিক মুদ্রা সাশ্রয় করে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অতীতে সরকারের নিকট দাবি জানিয়ে আসলেও আমাদের দাবির প্রতি কখনোই কোনো সহানুভূতি জানানো হয়নি। উপরন্তু কোয়ারী আন্দোলন দমাতে আওয়ামী সরকার ব্যবসায়ী, মালিক—শ্রমিকদের উপর ব্যাপক দমন—পীড়ন চালিয়েছে। ফলে দেশের অর্থনীতির স্বার্থে মানবিক বিপর্যয় এড়াতে অবিলম্বে সিলেটের পাথর কোয়ারীসমূহ খুলে দেওয়ার দাবী জানান নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সদস্য সচিব শাব্বীর আহমদ ফয়েজ (ভারপ্রাপ্ত), সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি জাকির হোসেন তালুকদার, কয়ছর আলী জালালী, ভোলাগঞ্জ পাথর ব্যবসায়ী সমিতির শওকত আলী বাবুল, আব্দুল আজিজ, আমিনুল হক, মতিউর রহমান, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি আনোয়ার হোসেন জুবের, সাধরণ সম্পাদক শামীম পারভেজ, জাফলং মিল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল ও সাংগঠনিক সম্পাদক মাছুম লস্কর।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন