সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া ও হলিদাকান্দা গ্রামের ক্যানসারে আক্রান্ত ও পক্ষাঘাতগ্রস্ত দুইজন হত দরিদ্র রোগীকে চিকিৎসা বাবদ নগদ ৮০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ধর্মপাশা উপজেলা প্রেস ক্লাবের কক্ষে প্রবাসীদের সংগঠন ধর্মপাশা উপজেলা প্রবাসী কল্যাণ সমিতি বিশ্বব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক শাকিল খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন। ধর্মপাশা মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষে গোলাম জিলানীর সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সহ দপ্তর সম্পাদক ও কুয়েত প্রবাসী জিয়া আমীন শাহ।
শুভেচ্ছা বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলী ফরিদ আহমেদ, ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনামুল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম রহমত প্রমুখ।