1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
ফ্যাসিস্ট সরকার ভোট চুরি করে দীর্ঘ কয়েক বছর ক্ষমতায় ছিল : খন্দকার মুক্তাদির প্রবাসীরা আমাদের দেশের অমূল্য সম্পদ : এম এ মালিক নির্বাচন যত দেরী হবে দেশ তত পিছিয়ে যাবে- সিলেটে মির্জা ফখরুল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করণে নির্বাচন কমিশনের দৃশ্যমান কর্মতৎপরতা চাই- জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ব্যারিস্টার নাজির মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভোক্ত দুইজন আসামি গ্রেপ্তার মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় কাপড়সহ একজন গ্রেপ্তার অস্ত্র-বিস্ফোরক ও সাইবার মামলার আসামী প্রতারক মামুনকে গ্রেফতারে মরিয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সিলেটে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি পালিত আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সিলেটে ভুয়া ওয়ারেন্টে গ্রেফতারকৃত ব্যবসায়ী ও সাংবাদিক কাওছার জামিনে মুক্ত : তদন্ত কমিটি গঠিত

সিলেট দয়ারবাজার—ভোলাগঞ্জ—হাদারপার—গোয়াইনঘাট সড়কে ফের বাস চলাচল শুরু

স্টাফ রিপোর্টার
  • আপডেট করা হয়েছে মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

সিলেট মহানগরের আম্বরখানা থেকে সিলেট দয়ারবাজার—ভোলাগঞ্জ—হাদারপার—গোয়াইনঘাট সড়কে ফের বাস চলাচল শুরু হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে আম্বরখানার সরকারি কলোনির সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সিলেট—ভোলাগঞ্জ—সালুটিকর বাস—মিনিবাস শ্রমিক উপ—কমিটির সভাপতি শফিক মিয়ার সভাপতিত্বে ও এ কমিটির সদস্য আব্দুল মুকিত মুকুলের পরিচালনায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন কমিটির সহ—সভাপতি নজির মিয়া, সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, যুগ্ম—সম্পাদক সাদেক আলী, কোষাধক্ষ হারুন মিয়া, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, কমিটির সদস্য জলিল মিয়া, সুলতান আহমদ, শফিকুর রহমান টুটুল, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আবু সালেহ মো. তাহের, মুরাদ খান নাহিদ, তোফায়েল আহমেদ শাওন, সালাউদ্দিন রিমন, আবুল কালাম শাহেদ, জুনাইদ আহমেদ, এ বি মজুমদার রনি, মেহেরাজ ভূইয়া পলাশ, হুসেন খান এমাদ, সাগর আহমেদ, নুরুল আমিন, আব্দুল মুকিত মুকুল, শাহাদাত খান, নুরুল ইসলাম রুহুল, ঝলক আচার্য, সাইফুল ইসলাম কোরেশি, তোফায়েল আহমেদ তুহিন, সেলিম আহমদ, মুহিব উদ্দিন চৌধুরী, সেবুল আহমদ, লাহিন আহমদ ও জমির আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন— সারা দেশের মতো সিলেট—ভোলাগঞ্জ সড়কেও স্বৈরাচার এবং তাদের দোসরদের দখলবাজি, সিন্ডিকেটের কারণে প্রকৃত পরিবহন মালিকেরা নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ব্যবসা করতে পারেননি। বঞ্চিত হয়েছেন। ফলে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করতে হয়েছে এই সড়কের শত শত পরিবহন শ্রমিক। তাদের কথা বিবেচনা করে এবং বর্তমানে ব্যবসায়িক পরিবেশ তৈরি হওয়ার ফলে আমরা কয়েকজন ব্যবসায়ী এই সড়কে নতুনভাবে পরিবহন সেবা দেয়া শুরু করেছি, প্রকৃত পরিবহন ব্যবসায়ীদের আমন্ত্রণ রইলো।

তারা আরও বলেন— এর আগেও আম্বরখানা থেকে দয়ারবাজার—ভোলাগঞ্জ—হাদারপার—গোয়াইনঘাট সড়কে বাস—মিনিবাস চলাচল করতো। কিন্তু এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল সাদা পাথর বাস নামক টুরিস্ট বাস চালু করে সাধারণ শ্রমিকদের পেটে লাথি মারেন। তবে এবার তাদের দৌরাত্ম্য না থাকায় এ সড়কে ফের বাস চলাচল আমরা শুরু করেছি। ফলে এবার আমাদের শ্রমিকদের কর্মসংস্থান হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন