স্টাফ রিপোর্টার:
গেল ৪ আগষ্ট ২০২৪ তারিখে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসষ্টেশন এলাকা, আরপিন নগর, জামতলা,তেঘরিয়া পুকুরপাড়, নতুন কোর্ট পয়েন্টসহ আশপাশ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারন মানুষের বিক্ষোভ মিছিলে করলে আওয়ামীলীগ দলীয় নেতাকমীর্সহ পুলিশের কিছু সদস্য হামলা ভাংচুর অগ্নিসংযোগ, গুলি বিনিময় ও হত্যার ঘটনা ঘটিয়েছিল। সেই ঘটনায় সুনামগঞ্জ আওয়ামীলীগের জেলা সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারন সম্পাদক নোমান বখত পলিন, সাবেক মন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপিসহ ৯৯জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড়শ থেকে দুইশজনকে আসামী করে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার সকালে মামলাটি দায়ের করেন দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরোয়াখাই গ্রামের নাজির আহমদের পুত্র হাফিজ আহমদ। ঘটনার বিবরনে জানা যায়, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুটের নেতৃত্বে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নোমান বখত পলিন, সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি, মহিবুর রহমান মানিক, এডভোকেট রনজিত সরকার, মোয়াজ্জেম হোসেন রতন, শামীমা আখতারসহ দলীয় নেতাকমীর্রা পুলিশের সহযোগিতায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে নস্যাত করতে নির্বিচারে গুলি চালায় এবং শত শত মানুষ আহত হয় এবং একজন আইনজীবীও নিহত হওয়ার ঘটনা ঘটে। এ ছাড়াও বিভিন্ন এলাকার বাসাবাড়ী, দোকানপাঠ, গাড়ী ভাংচুর ও লুট করা হয়। এ ঘটনায় যাদের আসামী করা হয়েছে তাদের তারা হলেন—নূরুল হুদা মুকুট (৭০), পিতা— মৃত কমরুন দূর, সাং— হাজীপাড়া, সুনামগঞ্জ পৌরসভা, খানা ও জেলা—সুনামগঞ্জ। ২। এম এ মান্নান (৭৫), পিতা— মৃত মুন্সি আরফান আলী, সাং—ডুংরিয়া, থানা— শান্তিগঞ্জ, জেলা—সুনামগঞ্জ। ৩। মুহিবুর রহমান মানিক (৭০), পিতা— কলমদর আলী, সাং আমেরতল, থানা— ছাতক, জেলা—সুনামগঞ্জ। ৪। এডভোকেট রণজিত সরকার (৫৫), পিতা— অজ্ঞাত, সাং— টিলাগড়, সিলেট ৫। এনামুল কবির ইমন (৫৫), পিতা— মৃত রইছ উদ্দিন, সাং— হাছননগর, সুনামগঞ্জ পৌরসভা ৬। নোমান বখত পলিন (৫৫), পিতা— মৃত হোসেন বখত, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৭। নাদের বখত (৫৭), পিতা মৃত হোসেন বখত, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৮। খায়রুল হুদা চপল (৫৫), মৃত কমরুন নূর, থানা— জামালগঞ্জ, জেলা—সুনামগঞ্জ সাং হাজীপাড়া, সুনামগঞ্জ পৌরসভা, সর্ব থানা ও জেলা—সুনামগঞ্জ। ৯। রেজাউল করিম শামীম (৭০), পিতা— অজ্ঞাত, সাং— সাচনাবাজার, ১০। মোয়াজ্জেম হোসেন রতন (৫৯), পিতা— দারগা আলী, সাং— নওধার, খানা— ধর্মপাশা, জেলা—সুনামগঞ্জ। ১১। শামীমা আক্তার খানম (৫৫) স্বামী বিপ্লব শাহরিয়ার,সাং— ফেনারবাঁক, থান— জামালগঞ্জ, জেলা— সুনামগঞ্জ। ১২। রাজন কুমার দাস (৪৫), ঘটনাকালীন সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ১৩। খালেদ চৌধুরী (৪০), ঘটনাকালীন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ পদে কর্মরত ১৪। রিয়াজ আহমদ (৩৫), ঘটনাকালীন সুনামগঞ্জ সদর মডেল থানার উপ—পরিদর্শক পদে কর্মরত ১৫। মঞ্জুর আহমদ খন্দকার (৪৪), পিতা—আলকাছ উদ্দিন খন্দকার, সাং— বিলপাড়, সুনামগঞ্জ পৌরসভা ১৬। শংকর চন্দ্র দাস (৫৭), পিতা— অজ্ঞাত,সাং— হাছননগর, সুনামগঞ্জ পৌরসভা, থানা ও জেলা—সুনামগঞ্জ। ১৭। রেজাউল আলম নিষ্ণু (৬০), পিতা— অজ্ঞাত, গ্রাম— বাগেরকোনা, পাগলা, থানা— শান্তিগঞ্জ, জেলা—সুনামগঞ্জ। ১৮। হাজী আবুল কালাম (৬০), পিতা— অজ্ঞাত, সাং— হাজীপাড়া, সুনামগঞ্জ পৌরসভা, ১৯। এহসান উজ্জল (৩৫), পিতা— আব্দুস সামাদ পঁচা, সাং—তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা, ২০। অমল কর (৫৪), পিতা— অজ্ঞাত, সাং— মহিলা কলেজ রোড, সুনামগঞ্জ পৌরসভা, থানা ও জেলা— সুনামগঞ্জ। ২১। প্রদীপ রায় (৫৭), পিতা— প্রভাত রঞ্জন রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান, দিরাই, সুনামগঞ্জ। ২২। রিগ্যান (৩০) পিতা সবুজ মিয়া, সাং উত্তর আরপিন নগর,সুনামগঞ্জ পৌরসভা, থানা-সুনামগঞ্জ সদর, জেলা— সুনামগঞ্জ। ২৩। আপ্তাব উদ্দিন (৪০), পিতা— মৃত জয়নাল আবেদীন, সাং সোহালা, থানা— তাহিরপুর, জেলা— সুনামগঞ্জ। ২৪। বিপ্লব শাহরিয়ার (৫৬), পিতা— মৃত আলী আমজদ চৌধুরী, ফেনারবাঁক, থানা— জামালগঞ্জ, জেলা— সুনামগঞ্জ। ২৫। বিন্দু তালুকদার (৪৫), পিতা— নিতাই চন্দ্র তালুকদার, সাং— উজান দৌলতপুর, থানা— জামালগঞ্জ, জেলা—সুনামগঞ্জ। ২৬। ফরিদ আহমদ ইমন (৪৮), পিতা— মদরিছ আলী,সাং— আজমপুর, থানা— দোয়ারাবাজার, জেলা—সুনামগঞ্জ। ২৭। সুয়েব আহমদ চৌধুরী (৫০), পিতা— অজ্ঞাত, সাং— উকিলপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ২৮। জুবের আহমদ অপু (৪৮), পিতা— অজ্ঞাত, সাং— মল্লিকপুর, সুনামগঞ্জ পৌরসভা ২৯। দিপঙ্কর কান্তি দে (৩২), পিতা— অজ্ঞাত, সাং— নতুনপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৩০। আশিকুর রহমান রিপন (৩০), পিতা— অজ্ঞাত, সাং— অক্ষয়নগর, সদর, সুনামগঞ্জ ৩১। আলামিন রহমান (৩০), পিতা— অজ্ঞাত, সাং— বিয়াই, থানা— ছাতক, জেলা— সুনামগঞ্জ ৩২। ফজলে রাব্বী স্মরণ (৪০), পিতা— গোলাম রব্বানী, সাং— পুরাতন বাসস্টেশন, সুনামগঞ্জ পৌরসভা ৩৩। সজিব রঞ্জন দাশ সল্টু (৫০), পিতা— অজ্ঞাত, সাং— নতুনপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৩৪। লিখন আহমদ (৩২), পিতা— অজ্ঞাত, সাং— হাজীপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৩৫। জিসান এনায়েত রেজা (৩২), পিতা— অজ্ঞাত, সাং— হাছননগর, সুনামগঞ্জ পৌরসভা ৩৬। আহসান জামিল আনাস (৪০), পিতা— আবুল মিয়া, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৩৭। লুৎফুর রহমান লিটন (৪৫), পিতা— মৃত হাছন আলী, সাং— মাহমুদপুর, থানা— তাহিরপুর ৩৮। জামিল আহমদ (২৮), পিতা— আবুল মিয়া, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা, সর্ব থানা ও জেলা—সুনামগঞ্জ। ৩৯। রঞ্জিত চৌধুরী রাজন (৪০), পিতা— অজ্ঞাত, সাবেক চেয়ারম্যান, ফতেহপুর ইউনিয়ন, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ। ৪০। জনি হোসেন (৩৫), পিতা— মৃত গোল রওশন, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৪১। হাসানুজ্জামান ইস্পাহানী (৩৭), পিতা— অজ্ঞাত, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৪২। ফজলুল হক (৬০), পিতা— অজ্ঞাত, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৪৩। ফরহাদ (৪০), পিতা— মৃত মকছুদ আলী, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা, ৪৪। সাজন আহমদ (২৫), পিতা— মৃত হানাই মিয়া, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৪৫। আবিদুর রহমান তারেক (৩৩), পিতা— হানাই মিয়া, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৪৬। নিরব (২৫), পিতা— পলক মিয়া, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা, ৪৭। মেহের (২২), পিতা— সবুজ মিয়া, সাং— উত্তর আরপিন নগর, সুনামগঞ্জ পৌরসভা ৪৮। আনোয়ার মিয়া আনু (৫৫), পিতা— মৃত বশির মিয়া, গ্রাম— প্রতাপপুর, থানা— দোয়ারাবাজার ৪৯। হাসনাত হোসাইন (৩৭), পিতা— মৃত মকবুল হোসেন, সাং— ডুংরিয়া, থানা— শান্তিগঞ্জ ৫০। নুর হোসেন (৩৫), পিতা— মৃত মকবুল হোসেন, সাং— ডুংরিয়া, থানা— শান্তিগঞ্জ, ৫১। ফয়সল আহমদ (৩০), পিতা— আবুল কালাম, সাং— হাজিপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৫২। নূরুল ইসলাম (৩৩), পিতা— আবিদ আলী, সাং— সুলতানপুর, সুনামগঞ্জ পৌরসভা ৫৩। তাজুল ইসলাম (সামিয়ান তাজুল) (৩৩) পিতা— অজ্ঞাত, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা, ৫৪। মোঃ ফারুক মিয়া (৪৫), পিতা—মৃত মারফত আলী, সাং— কাঞ্চনপুর, থানা—দোয়ারাবাজার, জেলা—সুনামগঞ্জ ৫৫। মিলন খান (৫০), পিতা— অজ্ঞাত বর্তমান চেয়ারম্যান, বগুলা ইউনিয়ন, থানা— দোয়ারাবাজার ৫৬। রাসেল আহমদ (৪৭), পিতা— অজ্ঞাত, চেয়ারম্যান, বংশিকুণ্ডা ইউনিয়ন, থানা— মধ্যনগর , ৫৭। মো. রতন মিয়া, পিতা— আবু তাহের, সাং— ননাই, থানা— তাহিরপুর, সর্ব জেলা— সুনামগঞ্জ। ৫৮। ফারুক আহমদ সুজন (৩২), পিতা— অজ্ঞাত, সাং— হাজীপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৫৯। তাজিম তিমু (৪০), পিতা— মৃত বাবু মিয়া, সাং— হাছননগর, সুনামগঞ্জ পৌরসভা ৬০। মোঃ বাবুল মিয়া (৪৩), পিতা— আব্দুল খালেক, সাং— নইনগাঁও, থানা— দোয়ারাবাজার ৬১। মো. আবুল মিয়া (৪৩), পিতা— আব্দুল খালেক, সাং— নইনগাঁও, থানা— দোয়ারাবাজার ৬২। আকসার ইবনে আজিজ পাঠান (৩০), পিতা— অজ্ঞাত, তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৬৩। ওবায়দুর রহমান কুবাদ (৫৫), পিতা— অজ্ঞাত, সাং—বগলারখাড়া, থানা— শান্তিগঞ্জ ৬৪। লিটন সরকার (৪৮), পিতা— অজ্ঞাত, সাং— মল্লিকপুর, সুনামগঞ্জ পৌরসভা ৬৫। নূরুল ইসলাম বজলু (৫৫) পিতা— অজ্ঞাত, সাং— হাছননগর, সুনামগঞ্জ পৌরসভা ৬৬। নূরুল ইসলাম (৬০), পিতা— মৃত আলফু মিয়া, সাং— বাঁধনপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৬৭। আবুল হোসেন খাঁ (৬৭), পিতা— মৃত দিলবর খাঁ, সাং— বালিয়াঘাট, থানা— তাহিরপুর ৬৮। কামাল হোসেন (৪৫), পিতা—মৃত চাঁন মিয়া, সাং— চিনাকান্দি, থানা— বিশ্বম্ভরপুর ৬৯। জগলু মিয়া (৪০), পিতা— আপ্তাব উদ্দিন, সাং— বনানীপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৭০। ইকবাল হোসেন (৩৫), পিতা— আবুল হোসেন, গ্রাম— কাটাখালি, দোয়ারাবাজার, ৭১। রিমন (১১) পিতা— সিরা ইসলাম, সাং— জামতলা, সুনামগঞ্জ পৌরসভ, জেলা—সুনামগঞ্জ। ৭২। জাওয়াদ (২৪), পিতা— সুজাত মিয়া, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৭৩। সাইদুল পলাশ (২৮), পিতা— অজ্ঞাত, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৭৪। শাহরিয়ার নিহান (২৫), পিতা— শাহিনুর, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৭৫। শিহাব (২৮), পিতা— নূর আলী, সাং— বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৭৬। প্রিন্স রাজা (২০), পিতা— শাখরুখ রাজা, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৭৭। মিতুল (২৫), পিতা— অজ্ঞাত, সাং— বড়পাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৭৮। মুকুল (২৮), পিতা— করিম, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৭৯। মাহির হোসেন (২০), পিতা— অজ্ঞাত, সাং— জামাইপাড়া, সুনামগঞ্জ পৌরসভা ৮০। প্রিন্স (২৭), পিতা— রুকসান, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৮১। মসিবুর (২২), পিতা— অজ্ঞাত, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৮২। শামসুল ইসলাম শামীম ওরফে শামস শামীম (৪৪), পিতা— তৈয়ব উল্লাহ, সাং— মোহনপুর, সদর, সুনামগঞ্জ ৮৩। মিজানুর রহমান (৪৭), পিতা— মৃত ছোয়াব উদ্দিন, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৮৪। মেহদি হাসান সাকিব (২৫), পিতা— অজ্ঞাত, সাং— আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৮৫। ইফতি (২৬), পিতা— জমসেদ, সাং— হাজিপাড়া, সুনামগঞ্জ পৌরসভা, ৮৬। জমিরুল ইসলাম পৌরব (৪৫), পিতা— অজ্ঞাত, সাং— উত্তর আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৮৭। তুষার (২৮), পিতা— মুস্তাক আহমেদ, সাং— তেঘরিয়া, সুনামগঞ্জ পৌরসভা ৮৮। মহিম তালুকদার (৪০), পিতা— অজ্ঞাত, সাং— গোবিন্দপুর, থানা— সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ ৮৯। অয়ন (৩২), পিতা— সুজা মিয়া, সাং— উত্তর আরপিননগর, সুনামগঞ্জ পৌরসভা ৯০। তাওসিফ (২৪), পিতা— মাহবুবুর রহমান, সাং— ষোলঘর, সুনামগঞ্জ পৌরসভা, ৯১। ছলিম উদ্দিন (৭০), পিতা—মৃত নকু হাজী, সাং—খাগুড়া, ইউ/পি—মোল্লাপাড়া, থানা—সুনামগঞ্জ সদর, ৯২। সাহারুল আলম পিতা-অজ্ঞাত, সাং আরপিন নগর,৯৩। ৯৫। মুসাহিদ (৫৫), পিতা—অজ্ঞাত, (এমপি মানিক সাহেবের পিএস) থানা—ছাতক, ৯৪। শিমন চৌধুরী পিতা অজ্ঞাত, সাং তেঘরিয়া, ৯৫। আব্দুল কদ্দুস পিতা কাজর উদ্দিন, সাং চারাগাও, তাহিরপুর, ৯৬। খুশিদ পিতা হাসন মেম্বার, সাং চারাগাও, তাহিরপুর, ৯৭। এবাদুর রহমান কোবাদ পিতা আব্দুর রহমান, সাং নোয়াখালী, শান্তিগঞ্জ, ৯৮। শাহরিয়ার হোসেন বিপ্লব পিতা অজ্ঞাত, সাবেক পুলিশ অফিসার, তাহিরপুর থানা ৯৯। জিকির আলী পিতামৃত কালা মিয়া, সাং মান্নারগাও, দোয়ারাবাজার সর্বজেলা— সুনামগঞ্জ সহ অন্তত আরো ১৫০/২০০জনকে আসামী করা হয়েছে। এ মামলায় ৪১জনকে সাক্ষী করা হয়েছে। তম্মধ্যে সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহনকারী নেতাকমীর্, সাংবাদিক ও পথচারীরাও রয়েছেন। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর গণে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন প্রদান করেন বিজ্ঞ বিচারক। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি বিএনপি নেতা এডভোকেট আব্দুল হক, এডভোকেট মাসুক আলম, জেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুসহ বিএনপি পন্থী আইনজীবীরা।