দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ আগষ্ট) বিকেলে নগরীর ষ্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম-সাময়িক বিষয় ও সাংগঠনিক বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী।
সভায় সাম্প্রতিক সময়ে ছাত্র-জনতার আন্দোলনে সিলেটের সাংবাদিক শহীদ এটিএম তুরাব সহ সকল শহীদদের রূহের মাগফেরাত কামনা সহ আহতদের সুস্থতা কামনা করা হয়।
সভায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের পক্ষ থেকে সাধুবাদ জানিয়ে ক্লাব নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে দেশকে আধুনিক সংস্কার করে স্বৈরাচারমুক্ত একটি সরকার উপহার দেয়া সম্ভব।
এছাড়াও সভায় সিলাম ইউনিয়ন পরিষদ এবং সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সৈয়দ মকবুল হোসেন মাখন ও দৈনিক শ্যামল সিলেটের সাব এডিটর দক্ষিণ সুরমার পাঠানপাড়া এলাকার বাসিন্দা গোলাম মর্তুজা বাচ্চুর স্ত্রী হেনা বেগমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করা হয়।
বর্ধিত সভায় দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাদিকুর রহমান চৌধুরী, দপ্তর ও পাঠাগার সম্পাদক- সাদিকুর রহমান সোহেল, সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, মোঃ আবু বক্কর তালুকদার ও পাবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।