বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম নাদেল। আজ বৃহস্পতিবার বিসিবির বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।
বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটুও আজ পদত্যাগ করেছেন।
তবে এ দুজন সরাসরি বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন না। তারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বলে জানায় বিসিবির অভ্যন্তরীণ সূত্র।
সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থাকে বছরের পর বছর কুক্ষিগত করে রেখেছিলেন শফিউল আলম নাদেল। তিনি সিলেট বিভাগীয় কোটায় বিসিবিতে ঢুকে পড়েন। আওয়ামী লীগের এই নেতা গত জাতীয় নির্বাচনে মৌলভীবাজার—২ আসন থেকে নির্বাচিত হন।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক রয়েছেন নাদেল। তার অবস্থান নিয়ে নানা কানাঘুষা আছে। তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন বলেও গুঞ্জন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাকে খোঁজছে বলেও জানা গেছে।