সুনামগঞ্জের জগন্নাথপুরে বৈষম্য বিরোধী ছাত্র—আন্দোলনকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতাকমীর্ সহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, বৈষম্য বিরোধী ছাত্র—আন্দোলনকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদ হত্যার প্রতিবাদে গত ১৮ জুলাই জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ বাজারে ছাত্র সমাজের উদ্যোগে শান্তিপূর্ণ মিছিলে আ.লীগ নেতাকমীর্দের হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ২২ আগস্ট প্রতিবাদী ছাত্রদের পক্ষে আরিফুল ইসলাম বাদী হয়ে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ ছদরুল ইসলাম এবং রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদ সহ আ.লীগ ও অঙ্গ—সংগঠনের ১৭ জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং—০৮। তারিখ—১৮/০৮/২০২৪ইং।
এতে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ ছদরুল ইসলাম ও রাণীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদের নেতৃত্বে স্থানীয় ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সদস্যরা মিছিলকারী ছাত্রদের উপর হামলা চালিয়ে মারপিটের অভিযোগ আনা হয়।