জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট তামাবিল মহাসড়কে জৈন্তাপুর উপজেলায় কাটাগাং নামক স্থানে পাথর বোঝাই ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তি বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে নাম নাইম আহমেদ (২২)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩শে আগষ্ট) দুপুর আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে ঢাকা হোটেলের সামনে দূর্ঘটনাটি ঘটে।
এসময় সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা—মেট্রো—ট—১৮—৫৬০৫) কে ওভারটেক করতে গেলে ট্রাকটি চাপা দিয়ে ১০—১৫ ফুট দুরুত্বে নিয়ে যায়।
গুরুতর আহতবস্থায় নাঈমকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিনে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে তামাবিল হাইওয়ে থানা সিলেট রিজিয়নের পুলিশ টিম। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলি।