শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে দিনব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ আগস্ট) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা’র সভাপতিত্বে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী, শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবিব, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দ্বীপ বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান রাইজুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন।
আরও বক্তব্য দেন পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. আরব আলী, আক্তাপাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মঈনুল ইসলাম, সুরমা স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আবু শাহীন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সিনিয়র সহ—সভাপতি মোঃ নুরুল হক, মোঃ আবু সাঈদ, মোঃ শফিকুল ইসলাম, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জয়কলস উজানীগাও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম, নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দেব, ইসলামি ফাউন্ডেশনের মাও. মিজানুর রহমান, উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাম্মাদ আহমেদ রহিম, মো. রাহেল মিয়া ও আমির উদ্দিন প্রমুখ।