স্টাফ রিপোর্টার: সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)— শাহপরান ইউনিট, সিলেট এর উপদেষ্টা, সিলেট শাহপরান বাহুবল গ্রীণ্ডল্যাণ্ড আবাসিক এলাকা নিবাসি, আরটিএম আল—কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ছাত্রকল্যাণ উপদেষ্টা ও উন্নয়ন সংস্থা সীমান্তিকের চেয়ারম্যান, সিলেট আঞ্চলিক স্কাউটের কোষাধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, কলামিস্ট অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল গতকাল মঙ্গলবার (২০ আগস্ট ২০২৪) ভোর ৪:৩০ মিনিটে সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকাল ১১:০০টায় শাহপরান বাহুবল গ্রীণল্যাণ্ড কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, দ্বিতীয় নামাজে জানাজা লুৎফুর রহমান হাইস্কুল এন্ড কলেজ, আটগ্রাম, জকিগঞ্জে বাদ যোহর এবং তৃতীয় নামাজে জানাজা বাদ আছর নিজ গ্রামের বাড়ি ডাঃ তোফাজ্জল আলী মহিলা দাখিল মাদ্রাসা মাঠ, নুরপুর, কালিগঞ্জে অনুষ্ঠিত হয়৷
অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ, বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব.) ড মির শাহ আলম, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক (অব.) কাজী আখতার উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা, সদস্য লাবীব ইকবাল, শাহপরান ইউনিটের সভাপতি মখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক (অ.দা.) মো. মইনুল হক, ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ এবং সকাল ইউনিটের নেতৃবৃন্দ।