দক্ষিণ সুরমা প্রতিনিধি: দক্ষিণ সুরমায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে লা-তাহযান ফাউন্ডেশনের উদ্যোগে মখন দোকানস্হ স্পোর্টস গার্ডেনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১নং মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ হাবিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনকল্যাণমূলক সমাজ বির্নিমানে আল্লাহর আনুগত্য ও রাসুল সাঃ এর আদর্শ অনুসরনের বিকল্প নেই। তাই কোরআন ও সুন্নাহ ভিত্তিক জীবন ও সমাজ গঠনে সকলকে খোদাভিরু নেতৃত্ব গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি সত্য ও সুন্দর সমাজ গঠনের স্বার্থে নিজেকে পরিশুদ্ধ করে তোলার পাশাপাশি আর্তমানতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
যুব সংগঠক সামরান হোসেন জয় এর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরইকান্দি মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ রিয়াজ উদ্দিন, গোপশহর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা তফজ্জুল হক, শাবিপ্রবি’র প্রশাসনিক কর্মকতা বদরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম, সাবেক মেম্বার সোজা চৌধুরী, সমাজসেবক বেলাল উদ্দিন, কানাডা প্রবাসী মোশারফ হোসেন ইমরান, সমাজসেবী নেওয়াজ খান শাকিল, নাহিদুর রহমান দিপু, রাজিব আহমদ, মুর্শেদ আহমদ, নাছিম আহমদ হিমু, মুস্তাফিজুর রহমান মুন্না, ইউএস প্রবাসী মোহাইমিনুল ইসলাম নাবিল প্রমুখ।