1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
সিলেটের হরিপুর বাজারের ইজারা বর্হিভুত অংশ দুইপাশের অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ সুনামগঞ্জ দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সারভেস মারাক (২৮) নামের যুবকের লাশ হস্তান্তর করছে বিজিবি-পুলিশ শ্রীমঙ্গলে পুলিশের উপর হামলার ঘটনায় ৩৮ জনের নামে মামলা দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সামাদ উদ্দিন খান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে তাহিরপুর উপজলার চারটি গ্রামে দুই শতাধিক মুসল্লি। দিরাই-শাল্লার এডভোকেট শিশির মনিরের পক্ষ থেকে ১৪শ হতদরিদ্র ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী উপহার বিতরণ শাল্লা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে জাফলং কোয়ারী থেকে পাথর লুটের ঘটনায় ৩১জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা র‌্যাব-৯ সিলেটের অভিযানে ছিনতাইকারী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তারকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

শমশেরনগর হাসপাতাল পরিবার সদস্য হয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন বৃটেন প্রবাসী শামীম আহমদ

Reporter Name
  • আপডেট করা হয়েছে সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৯৯ বার পড়া হয়েছে
মৌলভীবাজার প্রতিনিধি:   মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর হাসপাতাল পরিবার সদস্য হয়ে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেন বৃটেন ম্যানচেস্টারের বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ।
রবিবার (১৮ আগষ্ট) বেলা ১টায় শমশেরনগর হাসপাতাল পরিদর্শন শেষে বৃটেন প্রবাসী শামীম আহমদ এক প্রতিক্রিয়ায় তার এ ইচ্ছের কথা ব্যক্ত করেন। এসময় তাঁর সাথে অতিথি ছিলেন সাবেক সাংসদ নওয়াব আলী আব্বাস খান, শমশেরনগর হাসপাতালের দাতা সদস্য বৃটেন প্রবাসী নিপু খন্দকারের ছোট ভাই টিপু খন্দকার ও ফটিকুল ইসলাম।
শামীম আহমদ সহ অতিথিরা হাসপাতালে এসে পৌঁছালে শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর নেতৃত্বে তাদেরকে অভ্যর্থনা জানানো হয়। পরে অতিথিরা অভ্যর্থনা কক্ষ থেকে শুরু করে প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। এসময় আরও উপস্থিত ছিলেন মুজিবুর রহমান রঞ্জু, আব্দুস সালাম, আবু সাদাত মো. সায়েম, আমিনুল হক খোকন, ইউসুফ আলী, মতিউর রহমান সাহেদ, আবুল লেইছ প্রমুখ।
পরে শমশেরনগর হাসপাতাল কমিটির সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় হাসপাতাল সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিও ক্লিপে অতিথিরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তার আগে আনুষ্ঠানিকভাবে শামীম আহমদ, নওয়াব আলী আব্বাস খান সহ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং হাসপাতালের পক্ষ থেকে তাদেরকে স্মারক মগ উপহার দেওয়া হয়। বৃটেন প্রবাসী শামীম আহমদ শমশেরনগর হাসপাতাল তহবিলে ১ লাখ টাকার চেক প্রদান করেন।
উল্লেখ্য, বৃটেন প্রবাসী শামীম আহমদের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবির বাজার। তিনি রবির বাজারের জনপ্রিয় ডাক্তার সোহাগ আহমদের ভাই। শামীম আহমদ রবির বাজারের সূর্যসন্তান হলেও লেখাপড়া ও খেলাধুলায় বেশীরভাগ সময় পার করেছেন শমশেরনগরে।
শামীম আহমদ শমশেরনগর হাসপাতালের প্রধান রূপকার ও বৃটেন কমিটির আহবায়ক ময়নুল ইসলাম খানের বড় ভাই কানাডা প্রবাসী আলী কয়ছার খান চুনু এবং সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জুর ছোট ভাই মুহিবুর রহমান টুটুলের সহপাঠী।
সম্প্রতি শামীম আহমদ বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে আসার পর ফোনে কথা বলে শমশেরনগর হাসপাতালের খোঁজ খবর নিয়েছেন এবং সাবেক সাংসদ আলী আব্বাস খানকে সাথে নিয়ে হাসপাতাল পরিদর্শনের ইচ্ছে প্রকাশ করেন। এরই ধারাবাহিকতায় অতিথিদের আজকের এই হাসপাতাল পরিদর্শন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন