কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল দেব বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
শ্যামল দেব জানান, শিক্ষার্থীদের দাবি ও ২৪ ঘন্টার আল্টিমেটামের প্রেক্ষিতে গত ১৫ আগস্ট বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে বিদ্যালয় শান্ত রাখার স্বার্থে প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়।
রবিবার দুপুরে কমিটি আবারও বসে প্রধান শিক্ষক মোজাহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বর্তমানে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সবুরকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটির সভায় আন্দোলনকারী ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন বলে তিনি জানান।