স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত ১৯ শে জুলাই শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরী কোর্ট পয়েন্টে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের গুলিতে নিহত হন দৈনিক জালালাবাদ এর ফটোসাংবাদিক ও দৈনিক নয়াদিগন্ত এর সিলেট প্রতিনিধি এ.টি.এম তুরাব।
শনিবার নিহত সাংবাদিক আবু তাহের মো. তুরাব (এটিএম তুরাব)—এর বাড়ি বিয়ানীবাজার পৌর এলাকার ফতেহপুর গ্রামে তার কবর জিয়ারত করতে যান দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জিয়ারত শেষে এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, এটিএম তুরাব এর পাশাপাশি ঢাকা টাইমস এর মেহেদী নিহত হওয়া সহ অনেক সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে অন্ধত, পঙ্গু ও আহত হয়েছেন। তবে আশার বাণী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সুচিকিৎসার ব্যয়ভার বহন করেছেন। এই উদ্যোগটি খুবই প্রশংসনীয়।
এ জন্য সরকারকে অভিনন্দন জানিয়ে নেতৃবৃন্দ বলেন, বিচার বিভাগীয় সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের স্থাবর—অস্থাবর সম্পদের হিসাব বিবরণী দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ বিষয়ে উদ্যোগ নেয়ায় অত্র সংগঠনের পক্ষ থেকে প্রথম আলো সহ গণমাধ্যমে অভিনন্দন জানানো হয়েছে।
১৯৭৯ সালের সরকারি কর্মচারী (আচরণ বিধিমালা) থাকা সত্ত্বেও ৪৫ বছর পার হলেও এর কার্যকারিতা নেই। ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগের আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারে সম্পদের হিসাব আইন যথাযথা বাস্তবায়ন করার ওয়াদা করা হলেও তা চরম ভাবে লংঘন হয়েছে। দেশবাসী মনে করেন এই অবস্থা অবসানের জন্য কেবল বিচার বিভাগের নয় জনপ্রশাসনের সব বিভাগের কর্মকর্তা—কর্মচারীদের সম্পদের হিসাব দাখিলের বিধান বাধ্যতামূলক করতে হবে। কোন রাজনৈতিক যে কাজটি কারতে পারেনি, অন্তর্বর্তীকালীন সরকার এই জনগুরুত্বপূর্ণ কাজটি করতে পারলে বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে দেশে ৯০% দুর্নীতি বিরোধী জনগণ ও দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের নেতৃবৃন্দ মনে করেন।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনে নেতৃত্বে জিয়ারতকালে উপস্থিত ছিলেন সংগঠনে কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক তারেক আহমদ বিলাস, সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আফসারুজ্জামান আফসর, ব্যবসায়ী নেতা তাজ উদ্দিন আহমদ, যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সদস্য তাজ উদ্দিন আহমদ প্রমুখ।