“জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসা থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহার করা হোক” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ডেভেলপমেন্ট এন্ড সোস্যাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) এর সহযোগিতায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে সকাল ১০.০০ ঘটিকার সময় সিভিল সার্জন ডা: জসিম উদ্দিন এর সভাপতিত্বে জাতীয় তামাকমুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আরডিএসএ’র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সদস্য মোঃ মিজানুল হক সরকার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জনের কার্যালয়ে কর্মরত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ রুকন উদ্দিন মোল্লা, জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ জসীম উদ্দিন শাহ, প্রধান সহকারী মোঃ রইছ মিয়া, কোল্ড চেইন টেকনিশিয়ান মোঃ ফজলুল করিম, পরিসংখ্যানবিদ মোঃ আজফর হোসেন, সার্ট মুদ্রাক্ষরিক কাম—কম্পিউটার অপারেটর সাগর রহমান, স্টোর কিপার রোমেনা আফরোজ প্রভা। সভাপতির বক্তব্য বলেন “বর্তমান চিকিৎসা সেবা প্রদান কালে দেখা যায়, অধিকাংশ রোগী প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে তামাক ও তামাকজাত দ্রব্য সেবন ও গ্রহণ।
তামাকের দীর্ঘ মেয়াদি ক্ষতি থেকে রক্ষার লক্ষে তামাকজাত দ্রব্য পরিবার করা আমাদের নিজেদের পরিবার থেকে নিজ উদ্বোগে শুরু করতে হবে। আইন আমান্যকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যথাযথ প্রক্রিয়ায় আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভা বিশেষ গুরুত্ব দিয়ে পালনের জন্য সকল কমিটির সম্মানীত সদস্যবৃন্দকে অনুরোধ করেন। সেই সাথে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক ব্যবসায় সরকারের উচ্চ পদস্থ ও সকল পর্যায়ের ব্যক্তিদের সম্পৃক্ত না হওয়ার জন্য আহবান জানান”। আলোচনা সভায় সিভিল সার্জনের কার্যালয়ে কর্মরত সকল কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।