সুনামগঞ্জে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ পারভেজ (২৯), সুনামগঞ্জ সদর থানার মোহনপুর গ্রামের বাসিন্দা।
ডিবি পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই পলাশ চৌধুরী দিপন এসআই আজিজুল হকসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সুনামগঞ্জ সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ (পাঁচ) কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা।
বিষয়টি নিশ্চিত করে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আহম্মদ উল্লাহ ভূইয়া জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত মোঃ পারভেজকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে।