স্কুল পর্যায়ে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এফআইভিডিবির ‘স্ট্রেংদেনিং স্মলহোল্ডার ফার্মস অ্যান্ড রুরাল এন্টার প্রাইজেস টু বেটার কোপ উইথ ক্লাইমেট চেঞ্জ ইন দ্য ভালনারেবল হাওর রিজিয়ন অব বাংলাদেশ’ নামের একটি প্রকল্পের অধীন এই কার্যক্রম বাস্তবায়নের জন্য, জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা ওয়েল্ট হাঙ্গার হিলফে’র অর্থায়নে স্কুল পর্যায়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিশ^ম্ভরপুর উপজেলার রতারগাঁও স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ ক্যাম্পেইনে বক্তব্য রাখেন রতারগাঁও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহসিন আহমদ ইয়াসিন, রুরাল ডেভেলপমেন্ট এন্ড সুস্যাল ওয়েল ফেয়ার এসোসিয়েশন (আরডিএসএ) নির্বাহী পরিচালক মিজানুল হক সরকার, এফআইভিডিবি আরইসিসি প্রকল্পের প্রজেক্ট কো অর্ডিন্টের মোঃ হাসনাইন, টেকনিক্যাল স্পেশালিষ্ট অ্যাডভোকেসী সুলতান মাহমুদ, সাংবাদিক হাসান বশির, উপ সহকারি কৃষি কর্মকর্তা তোফায়েল আহমদ প্রমুখ