স্বপন মালাকার শিবা:
সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরাম সিলেট এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও শীত বস্ত্র, সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সিলেটস্থ সুনামগঞ্জবাসীর প্রাণের সংগঠন সুনামগঞ্জ নাগরিক উন্নয়ন ফোরামের ৬ষ্ট বার্ষিকী প্রতিষ্ঠা উপলক্ষ্যে সুনামগঞ্জের হাজারো মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সংগঠনের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা ডা: আরমান আহমদ চৌধুরী শিপলু, প্রভাষক নুর হোসেন, মাইটিভি’র সিলেট প্রতিনিধি মৃনাল কান্দি দাস, ফরিদ আহমেদ, কামাল আহমেদ, নাজমুল ইসলাম, ওহিদুর রহমান অহিদ, নীল রতন দাস, বাউল কালা মিয়া, শিব্বির আহমেদ, আবুল হোসেন শরীফ প্রমুখ। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মানিকের সঞ্চালনায় সভার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক হাওরাঞ্চলের কথা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং গ্লোবাল টিভি’র সিলেট ব্যুরো প্রধান মাহতাব উদ্দিন তালুকদার, মোহনাটিভি’র ক্যামেরাপার্সন স্বপন মালাকার শিবা, হেলাল মিয়া, শাহিন রহমান শাহিন, মাসুক মিয়া, জহিরুল ইসলাম, রোটারিয়ান নিজাম উদ্দিন প্রমুখ। এ সময় সংগঠনের পক্ষ থেকে অসহায় দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে সেলাই মেশিন, শীত বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বরেন্য শিল্পীরা গান পরিবেশন করে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলেন।