০১ ডিসেম্বর ২৪ তারিখ রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর মাছিমপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত বি জি বি সদশ্যরা পিলার ১২০৯/৫-এস এর নিকট হতে প্রায় ২ শত গজ সীমান্তু অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে মোটরসাইকেলে ০১ জন ব্যক্তি পুলিশের পোষাক পরিহিত অবস্থার ড্রাইভারসহ প্রবেশ করেন।
দায়িত্বপূর্ণ সীমান্ত মাছিমপুর বিওপির রাতের টহলদল কর্তৃক উক্ত ব্যক্তিদ্বয়কে সন্দেহজনক মনে হলে প্রথম’ত ইশারায় ডাকা হলে,এরিয়ে যায়, মোটরসাইকেল আটকে জিজ্ঞাসাবাদে তারা জানায়, আমি আব্দুল বারিক আমি বহুদিন পাওনা টাকা উদ্ধারের জন্য পুলিশের পোষাক পরিহিত অবস্থায় উক্ত এলাকায় আশি।
আটক কৃর্ত ভূয়া পুলিশ হলেন, তাহির পুর উপজেলার উত্তর মোকশেদ পুর গ্রামের, মো :আবু চন এর ছেলে,মো: বাকির হোসেন (২৮)।
তার সহযোগি মোটরসাইকেল ড্রাইভার একুই থানার দক্ষিণ গোটিলা গ্রামের, আবুল মালেকের ছেলে মো: তাবারত হোসেন (৩০)।