1. mdjoy.jnu@gmail.com : admin : Shah Zoy
  2. satvsunamgonj@gmail.com : Admin. :
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন
  •                          

হাওরাঞ্চলের কথা ইপেপার

ব্রেকিং নিউজ
দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সামাদ উদ্দিন খান সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে তাহিরপুর উপজলার চারটি গ্রামে দুই শতাধিক মুসল্লি। দিরাই-শাল্লার এডভোকেট শিশির মনিরের পক্ষ থেকে ১৪শ হতদরিদ্র ও অসহায় মানুষকে ঈদ সামগ্রী উপহার বিতরণ শাল্লা থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন সিলেটের গোয়াইনঘাটে জাফলং কোয়ারী থেকে পাথর লুটের ঘটনায় ৩১জনকে আসামী করে পরিবেশ অধিদপ্তরের মামলা র‌্যাব-৯ সিলেটের অভিযানে ছিনতাইকারী ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী আক্তারকে গ্রেফতার করেছে সুনামগঞ্জের শাল্লায় মহান স্বাধীনতা দিবস উদযাপন দোয়ারাবাজারে উপজেলা ছাত্রদলের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ২৪’র ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আহত ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন-মিফতাহ্ সিদ্দিকী সিলেটের অনলাইন নিউজ পোর্টাল ‘সময় টিভি বাংলা’র ইফতার সম্পন্ন

সুনামগঞ্জে নৌ-পথে চাঁদাবাজির অভিযোগে আদালতে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার:
  • আপডেট করা হয়েছে সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

 সুনামগঞ্জে নৌ-পথে চাঁদাবাজরি অভিযোগে মামলা আদালতে মামলা দায়ের করা হয়েছে। যার নং সি.আর ২০৪/২০২৪ ইং। ১৭ই সেপ্টেম্বর আমল গ্রহণকারী জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, জামালগঞ্জ জোন সুনামগঞ্জে মামলাটি দায়ের করেন জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ইউপি’র সুজাতপুর গ্রামের জয়নাল আবেদিনের পুত্র আশরাফুল আলম।

মামলা সূত্রে জানা যায়, ছাতক উপজেলার ব্যবসায়ী আদনান-মিজানের মালিকাধীন আদনান ট্রেডার্স-০১ নামক নৌ-পরিবহনে মাসিক বেতনে চাকুরী করেন আশরাফুল আলম। সেই সুবাধে মালিতের অনুমতিক্রমে বালু লোড করে দেশের বিভিন্ন স্থানে পরিবহণ করেন তিনি। গত ৮ই সেপ্টেম্বর দুপুরে আদনান ট্রেডার্স-১ এ বালু বোঝাই করে শাল্লা উপজেলার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা হওয়ার সুবাধে নিজ বাড়ির নৌকাঘাটে বালু বোঝাই নৌকা রেখে রাত্রি যাপন করেন। পরদিন ৯ সেপ্টেম্বর ফের রওনা দিয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্রই দেশীয় অস্ত্র স্স্ত্র নিয়ে মৃত ছমির উদ্দিনের পত্র (ইউপি সদস্য) জয়নাল আবেদিন কাছা মিয়ার নেতৃত্বে জাহির মিয়া, আপ্তাব উদ্দিন, মোঃ সোহাগ মিয়াসহ একদল উগ্র সন্ত্রাসী, চাঁদাবাজ, লাঠিয়ালবাহিনী একটি ইঞ্জিন চালিত ছোট নৌকা দিয়ে ভলগেটের প্রতিরোধ করে ৫০০০ (পাঁচ) হাজার টাকা চাঁদা দাবী করে।

চাঁদা দিতে অনীহা দেখালে তারা আশরাফুল ইসলামের শার্টের পকেট থেকে জোরপূর্বক ১৫০০ টাকা, ১টি ছাতা ও টর্চলাইট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় কাছা মিয়া গংরা তাদের মারধর করে। একপর্যায়ে প্রানে বাঁচতে চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করেন। এ বিষয়ে কোন মামলা করলে তারা তাদের প্রাণনাশের হুমকি প্রদান করে। সেই সাথে আর নদীপথে নৌকা চলাচল করতে দিবে না বলে হুমকি প্রদান করে। তাই প্রাণের নিরাপত্তার আশায় আদালতে মামলা দায়ের করেন ভোক্তভোগী ওই নৌ-শ্রমিক।

আসামীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন