স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন থানা কর্তৃক পরিচালিত এ অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ১. মো: শাহজাহান মিয়া (৪৫) – বিশ্বম্ভরপুর থানাধীন রণবিদ্যা গ্রামের বাসিন্দা, বিশ্বম্ভরপুর উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক। ২. আব্দুল জব্বার খোকন (৫৮) – ছাতক থানাধীন গাংপাড় নোয়াকুট গ্রামের বাসিন্দা, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি। ৩. মিলন সিংহ (৪৫) – ছাতক থানাধীন ধনীটিলা গ্রামের বাসিন্দা, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ৪. মোঃ আনোয়ার হোসেন শাহ (৫২) – জামালগঞ্জ থানাধীন দূর্লভপুর গ্রামের বাসিন্দা, আওয়ামী লীগের সক্রিয় সদস্য। ৫. আবু হানিফা (৩০) – তাহিরপুর থানাধীন জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী। ৬. মো: সাব্বির আলম (২৮) – জামালগঞ্জ থানাধীন দূর্লভপুর গ্রামের বাসিন্দা, মাদক ব্যবসায়ী।
গেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।